২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

কম. রওশন আলীর মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ মঙ্গলবার শহীদ কমরেড রওশন আলীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০টায় যশোর সদর উপজেলার ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শহীদের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন, নিরবতা পালন করা হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলার নেতাকর্মিবৃন্দ, স্মৃতিরক্ষা কমিটিসহ এলাকাবাসী পুস্পমাল্য অর্পন করেন। এ সময় রবিউল ইসলাম লাল্টুর সভাপতিত্বে সংক্ষিপ্ত স্মরণসভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির পক্ষ থেকে সংগঠনের যশোর জেলার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি সমীরণ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান বাদল, স্মৃতিরক্ষা কমিটির সদস্য সচিব শহীদুল ইসলাম ও ঘুরুলিয়া স্কুল শিক্ষক মোহন কুমার ঘোষ প্রমুখ। পরিচালনা করেন আব্দুর রাজ্জাক মাস্টার। নেতৃবৃন্দ প্রয়াত শহীদ কমরেড রওশন আলী শিক্ষা ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার অসমাপ্ত একটি জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়