২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

পবিত্র মাহে রমজান: রহমতের প্রথম দিন আজ

আবু সাঈদ মারুফ
এলো রহমতের মাস রমজান। ইসলাম ধর্ম মতে, বান্দার সমস্ত পাপ কর্মকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় বলেই এ মাসকে ‘রমজান’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মাহে রমজানের আজ প্রথম দিন। আজ থেকে শুরু হলো রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও মহান আল্লাহর নির্দেশমত পবিত্র রোজা পালন শুরু করেছেন। গতকাল সন্ধ্যায় পশ্চিমাকাশে আল-হেলাল তথা রুপালি চাঁদ হেসে ওঠার মধ্য দিয়ে পুণ্যময় মাহে রমজানের আগমনী বার্তা ঘোষিত হয় দেশের ঘরে ঘরে। হিজরি সনের নবম মাস রমজানের আজ প্রথম দিন। নানা বৈশিষ্ট্য, ফজিলত, তাৎপর্য ও শিক্ষা নিয়ে প্রতি বছর মোবারক এ মাসটির আগমনে মুমিন-মুসলমানের জীবনে নেমে আসে সংযম ও পুণ্যের উৎসব। রমজানের দিন-রাতকে আল্লাহ তায়ালা খায়ের ও বরকতে পূর্ণ করে রেখেছেন। তাকওয়া অর্জনের অনুশীলনের জন্য এবং ইবাদত-বন্দেগি পালন ও আল্লাহর নৈকট্য হাসিলের সব আমলের জন্য ভরা বসন্ত বানিয়েছেন। রমজান শুধু একটি মাসই নয়, গোটা বছরের তাপকেন্দ্র। হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী, এ মাস থেকে মুমিন-মুসলমানরা গোটা বছরের তাকওয়া-তাহারাতের সঞ্চয় গ্রহণ করে থাকেন। হিজরতের দ্বিতীয় বর্ষে রমজান মাসব্যাপী সিয়াম সাধনা বা রোজা রাখার বিধান জারি হয়। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনা ও বৈধ জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকার নামই সিয়াম সাধনা বা রোজা। ইসলামের পঞ্চভিত্তির অন্যতম। রমজান সিয়াম সাধনার মাস।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়