২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

পান্ত ‘ফিট’, শামি ‘আনফিট’

প্রতিদিনের ডেস্ক
আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের জন্য রিশাভ পান্তকে ফিট ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। বলা হয়েছে, এই আসরে দিল্লির উইকেটরক্ষক ব্যাটার হিসেবেই খেলবেন তিনি। অপরদিকে বিসিসিআইয়ের সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষায় ফিট হয়ে উঠতে পারেননি পেসার মোহাম্মদ শামি। যে কারণে আসন্ন আইপিএলের আসরে খেলতে পারবেন না অভিজ্ঞ এই ডানহাতি পেসার। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে এই দুই তারকার বিষয়ে সর্বশেষ মেডিক্যাল প্রতিবেদন জানায় বিসিসিআই। সংস্থাটি পোস্টে লেখে, ‘২০২২ সালের ৩০ ডিসেম্বরের প্রাণনাশক সড়ক দুর্ঘটনার পর ১৪ মাসের লম্বা পুনর্বাসন এবং পুনরুদ্ধার প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্তকে টাটা আইপিএল ২০২৪ আসরের জন্য ফিট হিসাবে ঘোষণা করা হয়েছে।’ অপরদিকে শামির বিষয়ে বিসিসিআই পোস্টে লিখেছে, ‘এই ফাস্ট বোলারের ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি তার বাম পায়ের প্রক্সিমাল কোয়াড্রিসেপ টেন্ডনে অস্ত্রোপচার করা হয়েছিল। তিনি বর্তমানে বিসিসিআই মেডিকেল টিমের দ্বারা পর্যবেক্ষেণে আছেনর। শীঘ্রই জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন শুরু করবেন। তিনি আসন্ন টাটা আইপিএল ২০২৪ সালের আসরে অংশ নিতে পারবেন না।’ আগামী ২২ মার্চ পর্দা উঠবে ভারতের জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগের আসর আইপিএল। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটি হবে এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়