১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

যবিপ্রবির নৈশপ্রহরী বাদলকে কুপিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
জমি নিয়ে বিরোধ সংক্রান্ত বিষয়ে শালিশের টাকা ভাগাভাগি নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নৈশ্য প্রহরী ও কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল (৪০)কে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসীরা। তিনি যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের আরশাদ আলীর ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি বাদল ও তার দু’সহযোগী ভুাট্টো ও আয়নাল গ্রামে একটি জমি সংক্রান্ত শালিশ করে এক ব্যক্তির কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু ওই টাকা সহযোগীদের ভাগ না দিয়ে বাদল নিজে হজম করেছেন। এই নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ভুট্টো ও আয়নাল তাকে ফোন করে কমলাপুর গ্রামে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়া মাত্রই ভুট্টো ও আয়নালসহ অজ্ঞাত ৭/৮ জন বাদলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এই বিষয়ে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিছু জানেন না বলে জানাগেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়