শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলায় আশ্রয়ন প্রকল্পের চলমান কাজের চুরি হওয়া ইট সিমেন্ট বালু রডসহ টিন উদ্ধার করেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম। শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের ৭ নং রতিয়া রাজাপুর ওয়ার্ডের আব্দুল লতিফ মুন্সির ছেলে নাসির মুন্সির (৫০) বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম শামীম অভিযান চালান। অভিযান চালানোর সময় সবাই অবাক হয়ে পড়েন কারন ইট বালি খাটের তোষকের মধ্যে জ্বালানি কাঠের নিচে ও পানি রাখার ড্রামের পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম বলেন, ‘যারা এই চুরির সাথে জড়িত তাদের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’