২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উদযাপন

নীলা গুহ
গতকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উদযাপন শুরু হয়েছে। এই উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশনন্দ (মহারাজ) এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দূতাবাসে সহকারি হাইকমিশনার শ্রী ইন্দ্রজিং সাগর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল রামকৃষ্ণ মিশনের সভাপতি এ‍্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, সরকারি মাইকেল মধুসূদন কলেজ এর সমাজবিজ্ঞানের বিভাগীয় প্রধান ড.খ.ম. রেজাউল করিম প্রমূখ। অনুষ্ঠানে দেশী ও ভারতীয় বিভিন্ন রামকৃষ্ণ ভক্তরা উপস্থিত ৷ শ্রীরামকৃষ্ণদেব এর জীবনী ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি ও বার্ষিক উৎসবকে কেন্দ্র করে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, যশোরে ৩ দিন ব্যাপী ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আগামী ১৪ ই মার্চ এই অনুষ্ঠান সম্পন্ন হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়