মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
কোটচাঁদপুরে আগুন লেগে পুড়ে গেছে এক পরিবারের ছাগল,গরু,হাঁস ও মুরগী। মঙ্গলবার রাতে স্থানীয় সিঙ্গিয়া গ্রামের এ ঘটনা। ভুক্তভোগী সন্ন্যাসী হালদার বলেন,মঙ্গলবার রাত তখন ১ টা বাজে। ওই সময় বাইরে এসে গরুর গোয়াল দেখে ঘরে যায়। এর কিছুক্ষন পর পাশের বাড়ি থেকে আগুন আগুন বলে চিৎকার করেন। এরপর এসে দেখি আগুনে তখন আমার গরুর গোয়ালটি দাউ দাউ করে জ্বলছে। তিনি বলেন, আগুন লেগে আমার ৫ টি ছাগল, ৩ টি হাঁস ১০ টি মুরগী পুড়ে মারা গেছে। দুইটি গরুর গায়েও আগুন লেগে যায়। তবে চেষ্টা করে গরু দুইটি বাঁচানো সম্ভব হয়েছে। তবে আগুনে পুড়ে গেছে আমার শরীরের বেশ কিছু অংশ। তিনি আরো বলেন, গরুর গোয়ালের সঙ্গে কোন আগুনের চুলা নাই। নাই কোন বৈদ্যুতিক তারের সংযোগ। এরপরও আগুনে পুড়ে গেল সব। এটা সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। তিনি আরো বলেন, এটা একটা পরিকল্পিত ঘটনা। কেউ আমার উপর হিংসা করে এভাবে আগুন লাগিয়ে দিয়েছেন। এতে করে প্রায় লক্ষ্যাধিক টাকার উপর ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেছেন তিনি। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জিল্লুর রহমান বলেন,ঘটনাটি জানার পর অফিসের লোকজন পাঠিয়েছিলাম। দেখে এসেছেন। আমার দপ্তর থেকে তেমন সহায়তার কিছু নাই। এটা মূলত করেন উপজেলা প্রকল্প অফিস। ওনারা আমার কাছে আসলে আমি একটা সুপারিশ ইউএনও প্রকল্প কর্মকর্তা বরাবর লিখিত আকারে দিবো। যদি কোন সহায়তা আসে, তাহলে ওনি পাবেন। কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন বলেন,ওই ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ করেনি।

