২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

ভিডিও-র মতো ‘ডিপফেক অডিও’ প্রতারণার নতুন ফাঁদ

প্রতিদিনের ডেস্ক:
এআই মানুষের জীবনে যতটা না আশীর্বাদ হয়ে এসেছে তেমনি অভিশাপও এনেছে। ডিপফেক ভিডিও এবং ছবি কতটা বিপজ্জনক তা এতদিনে অনেকেই জেনে গিয়েছে। কয়েকমাস আগেই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছিল।ডিপফেকের হাত থেকে রক্ষা পাননি তারকারাও। রশ্মিকা মন্দানা, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কাজল, ক্যাটরিনা কাইফ, সারা তেন্ডুলকর, বিরাট কোহলির মতো অনেক তারকারই ডিপফেক ভিডিও-ছবি নিমেষে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। এবার ভয় ধরাচ্ছে ডিপফেক অডিও।
ডিপফেক অডিও ভয়েস ক্লোনিংয়ের মতোই। ধরুন আপনার কাছে একটি ফোনকল এল। সেখানে আপনি শুনতে পেলে পরিচিত কণ্ঠস্বর। কিন্তু মানুষটি আদৌ আপনার পরিচিতই নন। সবটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারসাজি। আসলে ফোনকলটাই ভুয়া বা স্প্যাম কিংবা স্ক্যাম কল। এছাড়াও হয়তো ফোন করে বলা হতে পারে পুলিশের থেকে ফোন করা হয়েছে। আপনার ছেলে, মেয়ে কিংবা ঘনিষ্ঠ কেউ বিপদে পড়েছেন, গ্রেফতার হয়েছে ইত্যাদি-প্রভৃতি। অথচ বাস্তবে এমন কোনো ঘটনাই হয়তো ঘটেনি।ডিপফেক অডিওর ক্ষেত্রে প্রতারকদের হাতে কোনও ব্যক্তির আসল কন্ঠস্বর পৌঁছে গেলেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসের মাধ্যমে বাকি কারিসাজি করতে পারবে তারা। কিন্তু আপনি যে এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন, মানে বিষয়টি ডিপফেক অডিও কিং এআই ফেক কল সেটা বুঝবেন কীভাবে? এর সঠিক উপায় এখনো জানা যায়নি।
আপাতত অচেনা নম্বরের ফোন কল ধরা থেকে বিরত থাকুন। এমনকি কেউ এমন কিছু বললে ভালোভাবে একটু খেয়াল করুন সেই ভয়েস। নিশ্চয়ই অস্বাভাবিক কিছু আপনার নজরে আসবেই। এছাড়া যে পরিচিত মানুষের কন্ঠ শুনছেন তার অন্য নম্বরগুলোতে ফোন করে ক্রসচেক করে নিন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়