১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শাহানাজ শিউলীর কবিতা: আজ আমার বসন্ত

প্রতিদিনের ডেস্ক:
তোমার প্রেমের জীয়ন কাঠির ছোঁয়ায়
আজ কৃষ্ণচূড়া সেজেছিল সবটুকু লাল দিয়ে
অকালসন্ধ্যা মাড়িয়ে আঁধারেরা উড়ে গেল কর্পূরের মতো।
আমার প্রেমের ছোট্ট বাসর সেজেছিল শিমুল পলাশে,
কোকিলের সুমধুর কুহুতানে।
সুখের আস্বাদে লালিত আত্মা জেগেছিল ফাল্গুধারায়।
ভ্রমর মনের আনন্দে গুঞ্জন করেছিল আম্র-মুকুলে
প্রেম মঞ্জরীর মধুপানে দানা বেঁধেছিল সরিষার মাঠ।
সেদিন নির্ভয়ে সহমর্মী বসন্ত খুলে দিয়েছিল দখিনা দুয়ার।
নিবিড় মমতায় শরতের শুভ্র মেঘের মতো
বসন্ত আলিঙ্গন করেছিল আমায়।
বুকের গভীরে ফাল্গুনের তীর্যক আদিত্য
পুড়িয়ে দিয়েছিল দুঃখের পাপড়ি।
শ্রাবন্তীর সাঝে জ্বলজ্বল করে জ্বলে আমার বসন্ত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়