১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

অভয়নগরের সেই উপ-সহকারি কৃষি কর্মকর্তা মহিবুল ইসলামকে বদলি

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী,মথুরাপুর,কোদলা ও দেয়াপাড়া গ্রামের ব্লকে কর্মরত উপসহকারি কৃষি কর্মকর্তা মো: মহিবুল ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে উর্ধতন কর্তৃপক্ষ তাকে বদলি করেছেন। বুধবার উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খানম জানান, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ও পূর্বে এলাকাবাসীর দেয়া অভিযোগের প্রেক্ষিতে উপ-সহকারি কৃষি কর্মকর্তা মহিবুল ইসলামকে কর্মস্থল ত্যাগ করে উপজেলা অফিসে অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে। দুই- তিন দিন সে অফিসে অবস্থান করবে। তার হাতে কিছু জরিপের কাজ আছে এর মধ্যে কাজ গুলো শেষ করতে বলা হয়েছে। জরিপের কাজ শেষ হলে তাকে অন্যত্র বদলি করা হবে। বুধবার অফিস আদেশ মারফতে তাকে কর্মস্থল ত্যাগ করে উপজেলা অফিসে এনে দপ্তর বিহীন অবস্থায় রাখা হয়েছে। এর আগে ‘শ্রীধরপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তর বিরুদ্ধে নানা অভিযোগ’ শিরোনামে স্থানীয় পত্রপত্রিকায় গত ১১ মার্চ সংবাদ প্রকাশিত হয়। সংবাদে তার বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় উপজেলা কৃষিকর্মকর্তা এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়