২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ইউক্রেনে এফএবি-৫০০ গ্লাইড বোমা ফেলছে রাশিয়া

প্রতিদিনের ডেস্ক
রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে এফএবি-৫০০ গ্লাইড বোমার ব্যবহার শুরু করেছে। এ বোমাকে চলমান যুদ্ধের ক্ষেত্রে গেইম চেইঞ্জার বলে উল্লেখ করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ফুটেজ প্রকাশ করেছে যাতে দেখা যায়, একটি এসইউ-৩৪ বোমারু বিমান থেকে এফএবি-৫০০ গ্লাইড বোমা নিক্ষেপ করা হচ্ছে। বিমান থেকে বোমাগুলো ফেলার কিছুক্ষণ পর সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার আগে তারা স্বয়ংক্রিয়ভাবে নিজেদের ডানা মেলে দিচ্ছে। খবর রাশিয়া টুডে ও সিএনএনের। বোমাগুলো একটি ইউনিফাইড প্ল্যানিং অ্যান্ড কারেকশন মডিউল বা ইউএমপিসি দিয়ে সজ্জিত যা নিয়মিত ফ্রি-ফলিং বোমাগুলোকে গাইডেড গ্লাইড অস্ত্রে পরিণত করে। ভিডিওতে দেখানো উচ্চ বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন এফএবি-৫০০ বোমার প্রতিটি ৩০০ কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। এসব আধুনিকায়ন করা বোমা ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত নাটকীয়ভাবে কার্যকর বলে প্রমাণ হয়েছে। ওয়াশিংটন পোস্ট এবং সিএনএন-এর মতো পশ্চিমা গণমাধ্যম বলতে বাধ্য হয়েছে যে, রাশিয়ার এসব বোমা প্রতিহত করার কোনো ব্যবস্থা ইউক্রেনের সেনাদের হাতে নেই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়