প্রতিদিনের ডেস্ক:
লোকসভা নির্বাচনে প্রার্থিতা পেলেন না তৃণমূলের বিদায়ী সংসদ সদস্য নুসরাত জাহান। বসিরহাট কেন্দ্রে তার জায়গায় তৃণমূল কংগ্রেস বেছে নিলেন হাজি নুরুল ইসলামকে। এই নিয়ে নুসরাত তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা গেছে, রেস্তরাঁয় ভোজ সারছেন। তার সামনে এক প্লেট ‘সাওয়ারডো’, যা কিনা একটি টক স্বাদের খাবার। ক্যাপশনে নুসরাত লিখেন, আমি টক মানুষের চেয়ে এই সাওয়ারডো বেশি পছন্দ করি। তার এই ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে চলছে জোর চর্চা।