প্রতিদিনের ডেস্ক:
বদলে যাওয়া মুখের টানে
তোমার বদলে যাওয়া মুখের টানে
আমার সদ্য লেখা দুঃখ গানে
একই রেখা।
জানি না হবে কি না
আবার সেই সে হিজল তলে
আবার দেখা।
তোমার নরম হাতের আলতো ছোঁয়া
লজ্জা মাখা শরীর ধোয়া
বৃষ্টি ফোঁটা।
তোমার প্রেমকাতুরে ওষ্ঠ ভাঁজে
জীবন আমার আবার সাজে
জীবন গোটা।
তোমার অগোছালো কালো চুলে
সকাল-সন্ধ্যা মনের ভুলে
হাত বুলানো।
তোমার মুখের একটি কথা
দূর করে দেয় মনের ব্যথা
মন ভুলানো।
জানি না পাবো কি না
আবার সেই সে মধুর দিনের
একটু ছোঁয়া।
****
চাইছি তোকে
ভীষণ করে চাইছি তোকে সকাল দুপুর সন্ধ্যা,
তুই থাকলে পাশে দুঃখ ছুটি ছুটি নেয় হৃদমন্দা।
তুই বাসলে ভালো জগত আলো আমার চোখের জ্যোতি,
তুই চোখ বুঝলেই আঁধার ভীষণ সাত পৃথিবীর ক্ষতি।
তুই বললে কথা বুকের ব্যথা খুব সহজেই কমে,
তুই হলে চুপ দুঃখ খুব বুকের তলায় জমে।
তুই ছুঁয়ে দিলে প্রাণ ফিরে পায় পাঁচ দিনের ওই লাশও,
তুই বললে ঠিকই টাইটানিকও বলবে আবার ভাসো।
তাই ভীষণ করে চাইছি তোকে সকাল দুপুর সন্ধ্যা,
তুই থাকলে পাশে জীবন হাসে কেটে যায় সব মন্দা।
****
শেষবার দেখা হলো যেদিন
শেষবার আমাদের দেখা হলো যেদিন
কপালে ছিল না তার গাঢ় লালটিপ
গম্ভীর মুখ আর অভিমানী চোখে—
ক্ষোভের আগুনে জ্বলে আদিম প্রদীপ।
সেখানে মলিন আজ স্মৃতিময় ঘাস
ফুলগুলো ঝরে যায় ভুল বেদনায়
কোমরের কালো তিল আচানক দেখে
কখনো কি খুঁজেছো অতীত আমায়?
শেষবার আমাদের কথা হলো যেদিন
পথের পাশেই ছিল শত ঘাসফুল
একপাশে অবিকল চেনা যত হাওয়া
পাক খেয়ে উড়ে গেল আহা নির্ভুল—
****
মেয়ে তুই
মেয়ে তুই কুয়াশার ন্যায় নরম
মেয়ে তুই শীতল শীতের মতো
তোর শিশিরমাখা হাসি
সুখের ধারা অবিরত—!
মেয়ে তুই বোকা আমার মতো
মেয়ে তুই সরল জলের নদী
তোর ঢেউয়ের তোড়ে আমি
ডুবি দিব্যি নিরবধি—!
মেয়ে তোর ঠোঁট বাঁকানো কথা
মেয়ে তোর গোমরা মুখের আদল
যেন ঝরছে শাওন ভারী
বুকে অভিমানের বাদল।
মেয়ে তোর কপালের লালটিপ
মেয়ে তোর নৌকা গড়ন চোখে
ভাসে তামাম ভাষা যত—
দেখি আনন্দ আর শোকে।