২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মোটরসাইকেলে ঘিরে ধরে ঢাবির দুই শিক্ষার্থীর ওপর হামলা

প্রতিদিনের ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীর ওপর অজ্ঞাত যুবকদের হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মার্চ) দুপুরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।মারধরের শিকার দুই শিক্ষার্থী হলেন– সকিব আলম (২৪) ও শাহিন (২৪)। তারা ঢাবি আইন বিভাগের শিক্ষার্থী।আহতদের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের রাস্তায় চার থেকে পাঁচটি মোটরসাইকেলে ১০ থেকে ১২ জন যুবক এসে হঠাৎ ওই শিক্ষার্থীদের ঘিরে ধরে। পরে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাদের আহত করে। স্বপন মিয়া নামে এক রিকশাচালক তাদের উদ্ধার করে হাসপাতালে আনেন।তিনি বলেন, ‘আহত দুই জন জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়