নিজস্ব প্রতিবেদক
জাগপা যশোর জেলার শাখার নেতা নিজাম উদ্দিন অমিতের কাছ থেকে ৭০ লাখ টাকা ধার নেয়ার কথা বলে প্রতারনা করেছে যশোর শহরের সিটি কলেজপাড়ার বাসিন্দা তিন ব্যবসায়ী। এরা হলো, মৃত বলায় চন্দ্র করের ছেলে তারক চন্দ্র কর, গোবিন্দ কর এবং বিশ্বজিৎ কর। শহরের ষষ্টিতলা পাড়ার বাসিন্দা নিজাম উদ্দিন অমিত অভিযোগ করেছেন, আসামিরা ব্যবসায়ী। সেই সূত্রে তার সাথে পরিচয়। তাদের হাটখোলা বাজারে সোহাগ এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। গত বছরের ৫ নভেম্বর ওই প্রতিষ্টানে বসে আসামিরা ১শ’ টাকা তিনটি নন জুডিসিয়াল স্ট্যাম্পে সাক্ষর করে তার কাছ থেকে ৭০ লাখ টাকা সংগ্রহ করে। সিকিউরিটি বাবদ ব্রাক ব্যাংকের একটি চেক দেয় ওই তিন ভাই। পরবর্তীতে পাওনা টাকা ফেরৎ চাইতে গেলে নানা তালবাহানা করে। ২/৩ মাস ঘুরাতে থাকে। গত ৮ ফেব্রুয়ারি সকালে তার দোকান ও বাড়িতে গিয়ে দেখে দোকান বন্ধ। বাড়িতেও তালা মারা। তাদের কোন খোঁজ খবর পাইনি। ফলে টাকা উদ্ধার করতে না পেরে নিজাম উদ্দিন অমিত ওই তিন ভাইয়ের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত দায়িত্ব পেয়েছেন যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ রোফিকুজ্জামান।