অগ্নিঝরা মার্চ

0
12

নিপা সরকার
অগ্নিঝরা মার্চের ত্রয়োদশ দিন আজ। ইতিহাসের প্রতিটি দিন এবং প্রতিটি মাস মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। তেমনি বাঙালির স্বাধীনতা ও গৌরবগাঁথার মাস হলো মার্চ মাস। এটি অগ্নিঝরা ইতিহাস, বিষাদ ও বেদনার মাস। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ১৯৭১ সালের মার্চ মাসটি ছিলো উত্তাল ঘটনাবহুল একটি মাস। মার্চের গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। আমাদের স্বাধীনতার জন্য চূড়ান্ত লড়াই শুরু হয় এই মার্চেই। এই মাসেই বাঙালি প্রতিরোধ গড়ে তুলেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। উত্তাল একাত্তরে পুরো মার্চ মাস জুড়ে বাঙালির চোখে ছিল স্বাধীনতার স্বপ্ন। ১৯৭১ সালের ১৩ মার্চ ঘটেছিলো কিছু ঘটনা যেগুলো ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। দেখে নিন ঘটনাগুলো: সামরিক কর্তৃপক্ষের ১১৫নং মার্শাল ল’ আদেশ জারি করে। সকল বেসামরিক কর্মচারী যাদের প্রতিরক্ষা খাত থেকে বেতন দেওয়া হয় তাদের ১৫ মার্চ সকালে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়া হয়। অন্যথায় চাকরি থেকে বরখাস্তের হুমকি দেয়া হয়। এ ধরনের নির্দেশকে উস্কানিমূলক বলে অভিহিত করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পশ্চিম জার্মানির ৬০ জন, জাতিসংঘের ৪৫ জন, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের ৪০ জনসহ মোট ২৬৫ বিদেশিকে ঢাকা থেকে অপসারণ করা হয়।