২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

টিকটক নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রে বিল পাস

প্রতিদিনের ডেস্ক:
যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে জনপ্রিয় শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটক। দেশটির নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বুধবার এমন একটি যুগান্তকারী বিল পাস হয়েছে। ফলে ফলে দেশটিতে টিকটক নিষিদ্ধ হতে পারে। এই বিল পাসের পর এখন জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মূল মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে অ্যাপটির মালিকানা ছেড়ে দেওয়ার জন্য ছয় মাস সময় বেঁধে দেওয়া হতে পারে।এই সময়ের মধ্যে মালিকানা হস্তান্তর করা না হলে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবহার চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। বুধবার নিম্নকক্ষে বিপুল ভোটে এই বিল পাস হয়েছে। এটি আইনে পরিণত করার জন্য এখন সিনেটের অনুমোদন পেতে হবে। সিনেট অনুমোদন দেওয়ার পর বিলটিতে মার্কিন প্রেসিডেন্ট স্বাক্ষর করবেন এবং তারপরেই এটি আইনে পরিণত হবে।টিকটকের ওপর চীনের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা অনেকদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন। কারণ প্রতিষ্ঠানটি চীন সরকারের কাছে অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সরবরাহ করে বলে অভিযোগ রয়েছে।
২০১২ সালে প্রতিষ্ঠিত ভিডিও শেয়ারিং অ্যাপটির মূল মালিকানায় রয়েছে চীনা কোম্পানি বাইটড্যান্স। বেইজিংভিত্তিক প্রতিষ্ঠানটি কেম্যান দ্বীপপুঞ্জে নিবন্ধিত। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপজুড়েও তারা কার্যক্রম চালিয়ে আসছে।মার্কিন সিনেট অনুমোদন দিলে দ্রুতই বিলটিতে স্বাক্ষর করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আবারও কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।টিকটকের মালিকানা ছাড়তে হলে বাইটড্যান্সকে চীনা কর্মকর্তাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। কিন্তু এ ধরনের কোনো অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে বেইজিং।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রকেই উল্টো ক্ষতিগ্রস্ত করবে। বিলটি উত্থাপনকারীদের একজন হলেন রিপাবলিকান সদস্য মাইক গ্যালাগার।তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রণ করে কিংবা তাদের মালিকানাধীন এমন কোনো প্রভাবশালী সংবাদ প্ল্যাটফর্মের বিষয়ে ঝুঁকি নেবে না যুক্তরাষ্ট্র। চীনা কোম্পানিগুলো মূলত দেশটির জাতীয় নিরাপত্তা আইনের অধীনে কাজ করে। এর ফলে দেশটির সরকার চাইলে তাদেরকে তথ্য সরবরাহ করতে কোম্পানিগুলো বাধ্য থাকে।যদিও টিকটকের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে যে, যুক্তরাষ্ট্রের ১৫ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যেন সুরক্ষিত থাকে, সেটি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাও জি চিউ বলেছেন, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে এবং প্ল্যাটফর্মটিকে বাইরের কারসাজি থেকে মুক্ত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।বিলটি উত্থাপনের আগে তিনি এটাও বলেছিলেন যে, অ্যাপটির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে সেটি মুষ্টিমেয় অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিকে আরও ক্ষমতা দেওয়ার মতো ব্যাপার হবে। এছাড়া এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে হাজার হাজার মার্কিন নাগরিক বেকার হয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছিলেন টিকটকের প্রধান নির্বাহী। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি তদন্তে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে টিকটক এবং চীনের বাইটড্যান্সের মধ্যে অনানুষ্ঠানিকভাবে ডাটা শেয়ার করার পদ্ধতিটি ‘ত্রুটিপূর্ণ’। এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত তথ্য অরক্ষিত হয়ে পড়ছে।এছাড়া অবস্থান অনুসন্ধানের লক্ষ্যে চীনের বাইটড্যান্স কর্মীরা একজন সাংবাদিককে টিকটকের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যভাণ্ডারে ঢোকার অনুমতি দিলে বিষয়টি নিয়ে আরও উদ্বেগ তৈরি হয়। ভোটাভুটির আগে বিলটিকে স্বাগত জানিয়েছিলেন হাউসের শীর্ষ ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস।তিনি বলেন, বিলটি টিকটক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি কমাবে। মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠের নেতা চাক শুমার বলেছেন, সিনেট এখন আইনটি পর্যালোচনা করে দেখবে।যদিও মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে শেষ পর্যন্ত বিলটির বিষয়ে কী সিদ্ধান্ত হবে তা এখনও স্পষ্ট নয়। কারণ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বর্তমান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিলটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।প্রেসিডেন্ট থাকা অবস্থায় ডোনাল্ড ট্রাম্প নিজেও একবার অ্যাপটি নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন। কিন্তু রিপাবলিকানদের অন্যতম দাতা জেফ ইয়াসের সঙ্গে বৈঠকের পরে তিনি তার অবস্থান পরিবর্তন করেছিলেন। টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সে জেফ ইয়াসের আংশিক মালিকানা রয়েছে বলে জানা গেছে।ট্রাম্পের বিরোধিতা বুধবার কিছু সদস্যের মুখেও প্রতিধ্বনিত হতে দেখা গেছে। এছাড়া ডেমোক্র্যাটদের মধ্যেও অনেকে টিকটক নিষিদ্ধ করার পক্ষে নেই। তারা ভয় করছেন যে, এই সিদ্ধান্ত তরুণ ভোটার সমর্থন আদায়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। কারণ টিকটকের ব্যবহারকারীদের বেশিরভাগই তরুণ।এদিকে এই বিলের বিরোধিতা করে বুধবার হোয়াইট হাউজের বাইরে টিকটক ব্যবহারকারীদের অনেকেই বিক্ষোভ করেছেন। লস অ্যাঞ্জেলেসের তরুণী টিফানি ইউ বিবিসিকে বলেন, এই প্ল্যাটফর্মটি তার কাজের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ১৫ বছর আগে আমি ৩০ থেকে ৪০ জনের কাছে পৌঁছানোর স্বপ্ন দেখেছিলাম। এখন তার লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে বলে জানান তিনি।ওফেলিয়া নিকোলস নামের আরেক বিক্ষোভকারী বলেন, টিকটকের ব্যবহার নিষিদ্ধ হলে মার্কিনিদের অনেকেই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। যারা এমন সিদ্ধান্ত নিচ্ছেন তাদের ধিক্কার জানাই।আর কন্টেন্ট ক্রিয়েটর মোনা সোয়াইন বলেন , টিকটক থেকে উপার্জিত অর্থ দিয়েই তিনি তার মায়ের ঋণ পরিশোধ এবং ভাই-বোনের পড়াশোনার ব্যয় বহন করেন। কাজেই এটি নিষিদ্ধ করা হলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।টিকটক নিয়ে এর আগেও চীন-মার্কিন দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল। গত বছর যুক্তরাষ্ট্র এই ভিডিও শেয়ারিং অ্যাপটিকে আল্টিমেটাম দিয়েছিল যেন তারা চীনা কোম্পানির মালিকানা থেকে বেরিয়ে আসে। নইলে যুক্তরাষ্ট্রে জাতীয়ভাবেই এটি নিষিদ্ধ করা হবে বলে সতর্ক করা হয়েছিল।তখনও চীন এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিল, যুক্তরাষ্ট্রের উচিৎ টিকটককে অযৌক্তিকভাবে দমিয়ে রাখার চেষ্টা বন্ধ করা। এতকিছুর পরও সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবহার ও বিজ্ঞাপন আয় উভয়ই উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে।গবেষণা সংস্থা ই-মার্কেটারের হিসেবে দেখা যাচ্ছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে বিজ্ঞাপন থেকে টিকটকের আয় এক বিলিয়ন ডলারেরও কম ছিল। কিন্তু এখন সেটি বৃদ্ধি পেয়ে প্রায় ৮ দশমিক ৬৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ই-মার্কেটার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়