২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

বদলে যাওয়া শ্রদ্ধা

প্রতিদিনের ডেস্ক:
বলিউডে অভিষেক ছবি ‘আশিকি টু’ দিয়েই তাক লাগিয়েছিলেন শ্রদ্ধা কাপুর। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে করে গেছেন অনেক ছবি, যার বেশির ভাগই শ্রদ্ধার অভিনয় প্রশংসিত হয়েছে। শুধু তাই নয়, এসব ছবি তাকে বলিউডের চলতি প্রজন্মের অন্যতম মেধাবী অভিনেত্রী হিসেবে প্রমাণ করে। গত বছর তার অভিনীত ‘তু ঝুটি মে মাক্কার’ সিনেমায় অভিনয় করেও সফলতা পান। রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে শ্রদ্ধার করা এ ছবির বাজেট ছিল ৭০ কোটি। আর আয় করেছে ২২০ কোটি রুপি। তবে এ পর্যায়ে এসে ছবির সংখ্যা কমিয়েছেন এ অভিনেত্রী। কেবল নিজের মনের মতো ছবি হলেই অভিনয় করছেন। তারই ধারবাাহিকতায় এ বছর অপেক্ষায় রয়েছেন তার ‘স্ত্রী টু’ শিরোনামের একটি সিনেমা।
অমর কৌশিক পরিচালিত এটি একটি ভৌতিক-কমেডি সিনেমা। এতে তিনি অভিনয় করছেন রাজকুমার রাওয়ের বিপরীতে। চলতি বছরের মাঝামাঝিতে ছবিটি মুক্তির কথা রয়েছে। এদিকে সম্প্রতি ছবি কমিয়ে দেয়া প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বিস্তারিত বলেন শ্রদ্ধা। তিনি বলেন, সংখ্যাটা আমার কাছে কখনই গুরুত্বপূর্ণ নয়। শুরু থেকেই আমি বেছে কাজ করছি। যার ফলও পেয়েছি। দর্শকদের ভালোবাসা পেয়ে চলেছি অবিরত। সত্যি বলতে আমি এখন অনেক পরিণত। বুঝেশুনে পথ চলতে চাই। ভুল পথে পা বাড়াতে চাই না। তাই একটি সিদ্ধান্ত নেয়ার আগে ভাবি একশ’বার। বলতে পারেন শুরুর দিকের চাইতেও আমি অনেক বদলে গেছি। এমন কিছু ছবি করে যেতে চাই যেগুলো আজীবন মানুষের মনে গেঁথে থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়