খুবি সংবাদদাতা
আগামী ১৭ মার্চ (রবিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, ৯.০৫ মিনিটে র্যালি, ৯.১০ মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব এ পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় চারুকলা স্কুলের আঙিনায় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা (রেজিস্ট্রেশন সকাল ৯.৩০ মিনিটে ক-বিভাগ ১ম শ্রেণি-৩য় শ্রেণি, খ-বিভাগ ৪র্থ শ্রেণি-৬ষ্ঠ শ্রেণি, গ-বিভাগ ৭ম শ্রেণি-১০ম শ্রেণি), বেলা ১১টায় চারুকলা স্কুলের আঙিনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, দিনব্যাপী বঙ্গবন্ধুর জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদে দোয়া, কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা। এছাড়া দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মেইনগেট, মেইনগেট থেকে হাদী চত্বর পর্যন্ত রাস্তা, প্রশাসনিক ভবন, ক্যাফেটেরিয়া, হলসমূহ এবং উপাচার্যের বাসভবন আলোকসজ্জা করা হবে।

