প্রতিদিনের ডেস্ক
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতার সব ম্যাচ জিতে এখন পর্যন্ত অপরাজিত জার্মান বুন্দেসলিগার ক্লাব বেয়ার লেভারকুসেন। এবার অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ক্লাবটি। শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজারবাইজানের ক্লাব এফকে কারাবাগকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে নিজেদের স্থান নিশ্চিত করেছে তারা। প্রথম লেগে ২-২ গোলে ড্র হওয়ার কারণে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে উঠেছে লেভারকুসেন। বৃহস্পতিবার ঘরের মাঠে ফিরতি লেগে প্রায় হেরেই বসেছিল লেভারকুসেন। নির্ধারিত সময়ে তারা ছিল ২-১ গোলে পিছিয়ে। এরপর অতিরিক্ত ১০ মিনিটে স্বাগতিকতের ভাগ্য বদলে দেন প্যাট্রিক শিকক। শেষ মুহূর্তে জোড়া গোল করেন তিনি। দারুণ নৈপূণ্যে ম্যাচের ৯০+৩ মিনিটে ও ৯০+৭ মিনিটে গোল করেন তিনি। অপরদিকে ম্যাচের ৫৮ ও ৬৭ মিনিটে দুই গোল করে এগিয়ে ছিল এফকে কারাবাগ। এগিয়ে থেকেও তাদের ম্যাচ হারের কারণ হতে পারে ৬৪ মিনিটে লালকার্ড দেখে ১০ জনের দলে পরিণত হওয়া। ভিএআর চেকে লালকার্ড কারাবাগ তারকা এলভিন কাফারকুইলিভ। এতেই মূলত শক্তি হারিয়ে ফেলে সফরকারীরা। অবশেষে হেরেই বিদায় নিতে হয় চ্যাম্পিয়ন্স লিগ থেকে।