প্রতিদিনের ডেস্ক
স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে ৭৯.৯১ গড়ে ৭১২ রান করেছেন তিনি। এমন পারফরম্যান্সে দলের সিরিজ জয়েও বড় ভূমিকা রেখেছেন তিনি। তাতে বিনোদ কাম্বলি-বিরাট কোহলিদের কাতারে নিজের নাম তুলেছেন এই ওপেনার। নিজের এই উত্থানে ছেলেবেলার কোচ জুবিন ভারুচাকে কৃতজ্ঞতা জানাতে ভুললেন না জয়সওয়াল। একই সঙ্গে স্মরণ করেছেন আইপিএল দল রাজস্থান রয়্যালসকেও। ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শুনিয়েছেন তার উত্থানের গল্প।
জয়সওয়াল বলেন, ‘আমার হাতে জোর আছে এবং টি-টোয়েন্টি ক্রিকেটকে ধন্যবাদ দিতে হবে। জুবিন ভারুচা স্যার আমার খেলাটার উন্নতিতে বড় ভূমিকা রেখেছেন। তিন-চার বছর হয়েছে আমি তার সঙ্গে কাজ করেছি। রাজস্থান রয়্যালসকেও ধন্যবাদ আমি যেখানে দিনের পর দিন অনুশীলন করার একটি প্ল্যাটফর্ম পেয়েছি।’ ভারতীয় দলে কোচ হিসেবে জয়সওয়াল রাহুল দ্রাবিড়কে পেয়েছেন। এর আগে যুব দলেও দ্রাবিড়ের অধীনে খেলার অভিজ্ঞতা আছে তার। কোচ প্রসঙ্গে তিনি বলেন, ‘একই সময়ে আমি গত নয় মাস ভারতীয় দলের সঙ্গে খেলেছি। সেখানে আমি রোহিত শর্মা স্যার ও রাহুল দ্রাবিড় স্যারের সঙ্গে অনেক কথা বলেছি। এটা আমার খেলার উন্নতিতে দারুণ সাহায্য করেছে। আমি এখন ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে পারি। আমি কীভাবে সেখানে দীর্ঘ সময় থাকতে পারি এবং আমি যেসব শট খেলছি সেগুলো উপভোগ করছি কিনা সেটাও দেখি।’ রোহিতের নেতৃত্বগুণ মুগ্ধ করেছে জয়সাওয়ালকে। তিনি বলেন, ‘তাকে ড্রেসিং রুমে পাওয়া দারুণ ব্যাপার। তার নেতৃত্বে খেলাও দারুণ একটি ব্যাপার। তার সঙ্গে কাটানো এমন কিছু মুহূর্ত আছে যা আমি এখন প্রকাশ করতে চাই না। এটা আমার কাছেই থাকতে দিন। তিনি ক্রিকেটারদের যেভাবে সাপোর্ট দেন, যেভাবে তিনি কথা বলেন এবং তার ব্যাট যেভাবে চলে সেটা সব সময়ই উপভোগ্য। যাই হোক না কেন তিনি আপনার পাশে থাকবেন। আমি মনে করি একজন নেতার মধ্যে এটা দেখতে পারা অবিশ্বাস্য ব্যাপার। আমি তার কাছ থেকে শিখছি।’