মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
ঝিনাইদহ জেলার সদর থানা হতে বিশেষ ক্ষমতা আইন মামলার ৫ বছরেরসাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করছে র্যাব-৬। গত ১৪ মার্চ রাতে র্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি টিম পলাতক আসামি ঝিনাইদহের সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছে। ঝিনাইদহ সদর থানার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়অিভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রিংকু বিশ্বাস রিংকু(৩০) কে গ্রেফতার করে। সে ঝিনাইদহ সদরের বাঘুটিয়া গ্রামের রুহুল বিশ্বাসের পুত্র। রিংকু ঝিনাইদহ জেলার সদর থানার জিআর ৫০৭/১২, প্রসেস ২৫৫/২৩, এর বিশেষ ক্ষমতা আইন মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি।