মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
র্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি টিম অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি তানভীর আহম্মেদ মনি (২৫)কে গ্রেফতার করেছে। ঝিনাইদহ জেলার সদর থানার জিআর ৩৪৬/১৮, এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঝিনাইদহের সদর থানাধীন আমতলা সাকিনস্থ এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঝিনাইদহ সদর থানার কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউটের সামনের এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তানভীর আহম্মেদ মনি (২৫) কে গ্রেফতার করেছে। সে ঝিনাইদহ জেলার সদর উপজেলার আরাপপুর গ্রামের মনিরুজ্জামান মনিরের পুত্র। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

