আবু সাইদ মারুফ
রমজান মাসকে রহমত, মাগফেরাত ও নাজাতে ভাগ করা হয়েছে। আজ রহমতের পঞ্চম দিন। শুধুমাত্র মহান আল্লাহ তাআলার দয়া ও অনুকম্পা লাভই উদ্দেশ্য।
আল্লাহর দয়া ও অনুকম্পা লাভে তুলে ধরা হলো একটি দোয়া-
اللَّهُمَّ اجْعَلْنِىْ فِيْهِ مِنَ المُسْتَغْفِرِيْنَ
وَاجْعَلْنِىْ فِيْهِ مِنْ عِبَادِكَ الصَّالِحِيْنَ الْقَانِتِيْنَ
وَاجْعَلْنِىْ فِيْهَ مِنْ اَوْلِيَائِكَ الْمُقَرَّبِيْنَ
بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ
উচ্চারণ : আল্লাহুম্মাঝআ’লনি ফিহি মিনাল মুসতাগফিরিন; ওয়াঝআ’লনি ফিহি মিন ই’বাদিকাস সালিহিনাল ক্বানিতিন; ওয়াঝআ’লনি ফিহি মিন আউলিয়াইকাল মুক্বাররাবিন; বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
অর্থ : হে আল্লাহ! এই দিনে আমাকে ক্ষমা প্রার্থনাকারীদের অন্তর্ভূক্ত করুন। আমাকে শামিল করুন আপনার সৎ ও অনুগত বান্দাদের কাতারে। হে আল্লাহ! মেহেরবানী করে আমাকে আপনার নৈকট্যলাভকারী বন্ধু হিসেবে গ্রহণ করুন। হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান।
আল্লাহ তাআলা রমজানে মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইস্তিগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তার আনুগত্যশীল বান্দারে মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন। আমিন।