১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে পণ্যগ্রাফির মামলায় এক যুবক আটক

সোহাগ আলী,কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জে পর্নোগ্রাফি মামলায় তুষার খান (৩০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার জামাল ইউনিয়নের নাটোপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত তুষার খান উপজেলার জামাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নজরুল ইসলাম খানের ছেলে। এস আই আসাদুজজামান জানান, এক গৃহবধুর গোসল করার সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এই ঘটনায় শুক্রবার এক গৃহবধূর কালীগঞ্জ থানায় মামলা করে। ভুক্তভোগী ওই গৃহবধূর করা পর্নোগ্রাফির মামলায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের সময় তার কাছ থেকে আলামত হিসাবে একটি ল্যাপটপ ও একটি স্মার্টফোন জদ্ব করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত তুষার পর্নোগ্রাফি মামলার ওয়ারেন্টভুক্ত হওয়ায় শুক্রবার রাত নয়টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়