২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

যশোর কাঠেরপুল এলাকায় তিন দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত তদারকিমূলক অভিযান পরিচালিত হয় যশোর বড়বাজারস্থ কাঠেরপুল এলাকায়। বিসমিল্লাহ বিফ হাউজ, মদিনা ফল ঘর, শাহাজাহান ভ্যারাইটিজ স্টোর কে সরকার নির্ধারিত মুল্যে পণ্য বিক্রয় করার নির্দেশনা দেওয়া হয়। যথাযথভাবে বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং বিক্রয় রশিদ প্রদান করার নির্দেশনা দেয়া হয়। সচেতন করার পাশাপাশি লিফলেট, প্যাম্পলেট বিতরণ করা হয়। এছাড়া উল্লেখিত প্রতিষ্ঠানকে ভোক্তা- অধিকার বিরোধী কার্যের অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ৩ হাজার টাকা জরিমান আরোপ ও আদায় করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সৈয়দা তামান্না তাসনীম, নিরাপদ খাদ্য অফিসার ও কৃষি বিপণন মাঠ ও বাজার পরিদর্শক, এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়