২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিদিনের ডেস্ক
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।তিনি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন স্থানীয়দের বরাতে জানান, জাহিদ তারাবির নামাজ পড়ে বাড়ি যান। রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে বের করে আনেন। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়