২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

প্রোফাইলের স্ক্রিনশট নেয়া বন্ধ করল হোয়াটসঅ্যাপ

প্রতিদিনের ডেস্ক
ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। ফলে এখন থেকে কোনো অ্যাকাউন্ট বা প্রোফাইলের স্ক্রিনশট নেয়া যাবে না। খবর গিজচায়না।
ব্যবহারকারীদের সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ তথ্যের সুরক্ষায় গৃহীত উদ্যোগের অংশ এটি। এর আগে মিডিয়া ফাইলের সুরক্ষায় ছবি ও ভিডিওর জন্য ভিউ ওয়ানস ফিচার চালু করে মেসেজিং প্লাটফর্মটি। ফলে অন্য প্রান্তে থাকা কেউ ছবি বা ভিডিওর স্ক্রিনশট নিতে পারবে না। এবার প্রোফাইলের সুরক্ষায় মনোনিবেশ করেছে প্লাটফর্মটি।
আগে স্ক্রিনশট নেয়ার সুবিধা ছিল। এর মাধ্যমে ব্যবহারকারীর নাম, স্ট্যাটাসসহ গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ফুল স্ক্রিনশট নেয়া যেত। নতুন এ আপডেটের ফলে কেউ স্ক্রিনশট নেয়ার চেষ্টা করলে কালো রঙের ছবি উঠবে।
ডিজিটাল ফুটপ্রিন্টের ওপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রোফাইলে থাকা ছবির মাধ্যমে ব্যক্তিগত তথ্য পাওয়া যায়। অপরিচিত কারো কাছে নিজের ব্যক্তিগত তথ্য দিতে না চাইলে এ ফিচার সহায়ক হবে।
নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বেশকিছু সুবিধা পাবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। প্রথমেই রয়েছে ব্যক্তিগত তথ্যের বিস্তৃতি বন্ধ করা। প্রোফাইলে থাকা ছবির মাধ্যমে একজন ব্যক্তি সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। এ ফিচার সেসব তথ্যকে সুরক্ষিত রাখবে। দ্বিতীয়ত, বর্তমানে বিভিন্ন কারণে তৃতীয় পক্ষের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা তথ্য চলে যায়। ফিচারটি তৃতীয় পক্ষের কাছে তথ্য হস্তান্তরকে বাধা দেবে। তৃতীয়ত, অপরিচিত বা অচেনা কারো কাছ থেকে নিজের তথ্য সুরক্ষিত রাখা যাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়