১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান সুমন পরিষদকে বসতবাড়ি বানিয়েছেন

নিজস্ব প্রতিবেদক
নড়াইলের লোহাগড়া উপজেলার ৬নং জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম সুমন ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় একাধিক কক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এস এম সাইফুল ইসলাম সুমন। শপথ গ্রহনের কিছুদিন পর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলার কক্ষগুলো নিজের দখলে নিয়ে বসবাস করতে শুরু করেন।

স্থানীয় কয়েকজন নাম না প্রকাশের শর্তে বলেন, চেয়ারম্যান হওয়ার পর থেকেই আমরা দেখতেছি যে পরিবারসহ চেয়ারম্যান এখানে থাকেন। দুই তলা ভবন পুরো তার দখলে রয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম সুমন বলেন, পরিষদে তার জন্য দুটো রুম বরাদ্দ আছে। সেখানে কোয়ার্টার হিসেবে তিনিই থাকছেন। আর একটা রুম বিট পুলিশ অফিসারদের। অন্যটি সার্ভার রুম। সেটি তালা দেয়া থাকে। আর বিট অফিসারদের রুমে মাঝে মাঝে যখন লোকজন আসে তখন বসেন। জয়পুর ইউনিয়ন পরিষদের সচিব রাসেল বিষয়টি স্বীকার করেন। এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, এভাবে অফিসে থাকার কোন নিয়ম নেই। বিষয়টি আমাদের জানা ছিল না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়