প্রতিদিনের ডেস্ক
অভিনেত্রী তিথি বসু সামাজিক মাধ্যমে প্রায়ই বিদ্রূপের শিকার হন। এবার নিজের ইনস্টাগ্রামের কমেন্ট বক্স থেকে কিছু মন্তব্য পড়ে জবাব দিলেন তিথি। এক নেটিজেন তিথির ছবির নিচে লিখেছেন, এর থেকে ছোট প্যান্ট ছিল না? দেখে মনে হচ্ছে বাড়ির থাম। অভিনেত্রী জবাবে বলেন, আপনার বাড়ির থাম কি হটপ্যান্ট পরে? আরেকজনের বক্তব্য, শরীর দেখালেই সেলিব্রেটি হওয়া যায় না। কেউ সোজাসুজি ‘পর্নস্টার’ তকমাই দিয়েছেন। জবাবে তিথি বলেন, লজ্জাটা কার? যে অপমানিত হচ্ছে তার নাকি যে অপমান করছে তার?

