১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত

প্রতিদিনের ডেস্ক
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে গড়াতে যাচ্ছে নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার আয়োজক দেশ বাংলাদেশ। বিশ্বকাপের কন্ডিশনকে তাই মানিয়ে নিতে বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় নারী দল। শুক্রবার সিলেটে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারী কমিটির চেয়ারম্যান শফিউল আলম নাদেল। বিশ্বকাপ কন্ডিশনে মানিয়ে নিতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। একই সূত্রে এবার আসতে চায় ভারতের মেয়েরাও। দ্বিপাক্ষিক সিরিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। তবে এপ্রিলে আসার সম্ভাবনা রয়েছে ভারতীয় নারী দলের। যদিও এখনো ঠিকঠাক হয়নি তারিখ। সিরিজের ম্যাচগুলো সিলেটের মাটিতেই হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এই সিরিজ দিয়ে বিশ্বকাপকে সামনে রেখে দুই দলের জন্যই হবে ভালো অনুশীলন। বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে সিলেটে নাদেল বলেন, ‘বিশ্বকাপের আগে ভারত সিরিজ খেলতে আসবে। এখনও সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঠিক হয়নি। তবে ওরা আসবে এখানে সিরিজ খেলতে এটা ঠিকঠাক হয়ে গেছে।’ ভারত অবশ্য গেল বছর জুন-জুলাই মাসেই বাংলাদেশ সফর করেছিল। সে দফায় টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলেও, ওয়ানডে সিরিজ শেষ হয় ১-১ সমতায়। তবে সেবার ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের দৃষ্টিকটু আচরণ ছিল বিতর্কের বস্তু। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ক্রিকেট দ্বন্দ্বে সেটিও ছিল বাড়তি সংযোজন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়