১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

৯ বছরের কারাদণ্ড ভোগ করতে কারাগারে রবিনহো

প্রতিদিনের ডেস্ক
যৌন হয়রানির অপরাধে ব্রাজিলের সাবেক ফুটবলার রবিনহোকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছিল ইতালির একটি আদালত। এরপর গত বুধবার ব্রাজিলের আদালতেও সেই অপরাধের জন্য তার বিরুদ্ধে একই শাস্তির রায় প্রদান করা হয়। এবার সাজা ভোগ করতে রবিনহোকে আটক করেছে পুলিশ। এতদিন ব্রাাজিলে মুক্তভাবে চলাফেরা করতেন রবিনহো। রায় প্রদানের পর তাকে সান্তোসের নিজের বাড়ি থেকে কালো গাড়িতে করে গ্রেফতার করে ব্রাজিল পুলিশ। রবিনহো শাস্তি দেওয়া হবে কিনা, সে বিষয়ে ব্রাজিলের আদালতে ভোটাভুটি হয়েছিল। সেখানে শাস্তি দেওয়ার পক্ষে থাকা বিচারকরা ৯-২ ব্যবধানে জিতেছে। ভোটের পর ব্রাসিলিয়ায় সুপিরিয়র কোর্টের বিচারক ম্যুরো ক্যাম্পেল বলেন, ‘ব্রাজিল কোনো অপরাধীর আশ্রয়স্থল হতে পারে না।’ ৪০ বছর বয়সী রবিনহোকে ধর্ষণের দায়ে ইতালিতে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০১৩ সালে এসি মিলানে খেলার সময় দলবদ্ধ হয়ে ধর্ষণে অংশ নেওয়ার অপরাধে শাস্তি দেন ইতালির আদালত।
ইতালি তাদের দেশেই রবিনহোকে কারাদণ্ডের শাস্তি কার্যকরের চেষ্টা করেছিল। যদিও ব্রাজিল নিজ দেশের নাগরিকদের অন্য দেশে প্রত্যার্পণ করে না। কিন্তু তাতেও রবিনহোর মুক্তি মিলছে না। তাকে শাস্তি ভোগ করতে হবে নিজ দেশেই।
একই সঙ্গে তিনি কোর্টের কাছে আবেদন করবেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন সাবেক এই খেলোয়াড়কে গ্রেফতার করা না হয়। আইনজীবী বলেন, ‘রবিনহো এখানেই আছেন এবং বিচারকের মুখোমুখি হতেও প্রস্তুত তিনি। বা কোনো কর্মকর্তাও যদি তার কাছে যায়, তা মেনে নেবেন তিনি, বিরোধিতা করবেন না।’ অ্যালকিম আরও বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য এখন, তার প্রতি দেখা মাত্রই গ্রেফতারের যে পরোয়ানা রয়েছে, সেটা বাতিল করা। আমরা আবেদন করবো, কারাদণ্ডের রায়ে সে শাস্তি ভোগ করবে, তবে সেটা আপিল প্রক্রিয়া শেষ হওয়ার পর।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়