১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

জার্সিতে নেই অ্যালকোহলের বিজ্ঞাপন, প্রশংসায় ভাসছেন মুস্তাফিজ

প্রতিদিনের ডেস্ক
আইপিএলের উদ্বোধনী ম্যাচে যাদু দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। তার চমৎকার বোলিংয়ে কোহলিদের হারিয়ে আইপিএল শুরু করেছে চেন্নাই। মুস্তাফিজের কারণেই কোহলির দলকে হারিয়ে সহজ জয় পায় চেন্নাই সুপার কিংস। নিজের প্রথম ওভারেই মাত্র ৪ রান দিয়ে মুস্তাফিজ তুলে নেন প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ দুই উইকেট। তারপরের ওভারে বল করতে এসে মাত্র ৩ রান দিয়ে তুলে নেন আরো ২টি গুরুত্বপূর্ণ উইকেট। মোট চার উইকেট নেন মুস্তাফিজ। তার এই অন্যন্য অবদানের জন্য প্রথম ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কারসহ দুটি পুরস্কার পান মুস্তাফিজ। তবে, ম্যাচের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় মুস্তাফিজের জার্সি। সতীর্থদের জার্সিতে বিয়ারের বিজ্ঞাপণ থাকলেও মুস্তাফিজের জার্সিতে তেমনটা দেখা যায়নি। যা নিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন ২৮ বছর বয়সী এই পেসার। চেন্নাইয়ের জার্সির দুই হাতার অংশে আইপিএলের লোগোসহ চারটি বিজ্ঞাপন ছিল। যেখানে একটি মদ কোম্পানির বিজ্ঞাপনও ছিল। তবে মুস্তাফিজের জার্সিতে মদ কোম্পানির বিজ্ঞাপন ছিল না। সেটি বাদে বাকি তিনটি বিজ্ঞাপনই ছিল। ম্যাচে যারা বাঁহাতি রয়েছে তাদের জার্সির ডান হাতায় দেখা গেছে সেই লোগো। একইভাবে সিএসকের উইকেট কিপার ব্যাটার ধোনির বামহাতে ছিল সেই লোগো। কারণ, ধোনি ডানহাতি ব্যাটার। তাই, সে অনুযায়ী ফিজের ডান হাতেই অ্যালকোহল কোম্পানির সেই লোগো থাকার কথা ছিল। জার্সিতে যে লোগেটি ছিল সেটি ভারতের এসএনজে গ্রুপের অ্যালকোহলিক পণ্য এসএনজে-১০০০০ এর। কোম্পানিটি চেন্নাই সুপার কিংসের স্পন্সর হিসেবে আছে লম্বা সময় ধরে। সবশেষ ২০২২ সালে নতুন করে তিন বছরের জন্য সিএসকের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছিল এই কোম্পানি। সেই সুবাদে অ্যালকোহল উৎপাদনকারী এই প্রতিষ্ঠানের লোগো জায়গা করে নেয় চেন্নাইয়ের জার্সিতে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়