প্রতিদিনের ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার পথে। নতুন উপাচার্যের নাম ঘোষণার পর থেকে বিশ্ববিদ্যালয়ে প্রায়ই হট্টগোলের তথ্য পাওয়া যায়। এ অবস্থায় শনিবার (২৩ মার্চ) বিদায়ী উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারী ডা. রাসেলসহ কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠেছে।এদিন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করছিলেন আওয়ামীপন্থি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সংগঠনের শিক্ষকরা। এতে আরও অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা।বিক্ষোভের একপর্যায়ে শারফুদ্দিনের ব্যক্তিগত সহকারী ডা. রাসেল আহমেদকে চর-থাপ্পড় দিয়ে উপাচার্যের কক্ষ থেকে বের করে দেওয়া হয়। বিএসএমএমইউ’র সুপার স্পেশালাইজড শাখা থেকেও একজনকে মারধর করে বের করে দেওয়ার খবর পাওয়া যায়।এ বিষয়ে উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, তারা কয়েকজনকে মারধর করেছে, আমি বিষয়টা শুনেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলবো।বিশ্ববিদ্যালয় স্বাচিপের সদস্য সচিব আরিফুল ইসলাম জোয়ার্দার জাগো নিউজকে বলেন, সাধারণত নতুন উপাচার্যের নাম ঘোষণার পর থেকে বর্তমান উপাচার্য রুটিন কাজের বাইরে কিছু করতে পারেন না। কিন্তু বর্তমান ভিসি নানাভাবে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন। এর আগে কনক কান্তি বড়ুয়ার সময়ে বর্তমান ভিসির নেতৃত্বেই তাকে তার রুটিন কাজের বাইরে কাজ করতে দেওয়া হয়নি।তিনি বলেন, কেন এত তাড়াহুড়ো করে নিয়োগ দিতে চাচ্ছেন জানা নেই। তার অনিয়মের কথা প্রচার হয়ে যেতে পারে, এমন চিন্তা থেকেই যাদের থেকে টাকা নিয়েছেন তাদের নিয়োগ দিতে পারেন। আজকে অনেক ঝামেলা হয়েছে।

