উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে চিংড়িঘেরের পানিতে ডুবে শামিম হোসেন নামের দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৪ মার্চ (রবিবার) বেলা সাড়ে দশটার দিকে উপজেলা সদরের কাতখালী এলাকায় ঘটনাটি ঘটে।সে একই গ্রামের ট্রাক চালক হাসান আলীর ছেলে।মৃতের চাচা জিয়াউর রহমান জানায় বাড়িতে আর কেউ না থাকায় শামিমকে বুদ্ধিপ্রতিবন্ধী বড় ছেলের কাছে রেখে তার মা পানি আনতে যায়। প্রায় ১০ মিনিট পরে বাড়িতে ফিরে শামিমকে না পেয়ে তিনি খুঁজতে থাকেন।একপর্যায়ে বাড়ির বিপরীতে সোহাগ হোসেনের চিংড়িঘেরের পানিতে ভাসতে দেখে সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এসময় চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষনা করেন। সে পরিবারের দুই সন্তানের মধ্যে ছোট।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

