১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে মিলনায়তনে আলোচনা সভার সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আজিম-উল-আহসান বিপিএম-সেবা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (অব:) এম.শামীম হোসেন, জাতীয় ইমাম সমিতির সভাপতি ও পুরাতন ডি সি কোট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মাদুল্লাহ, ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলাম ও মাষ্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন। প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ শে মার্চ ইসলাম প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি আজ দেশব্যাপী ইসলামের আলো ছাড়াচ্ছে। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কমানা করে বিশেষ দোয়া করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়