১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরের রমজান শেখ হত্যা মামলা: ৫ জনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার ৩২ মামলার আসামি রমজান শেখ হত্যা মামলায় ৫ আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার আসামিদের রিমান্ড আবেদনের শুননি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ আদেশ দিয়েছেন। আসামিরা হলো, শহরের রেলগেট কলাবাগান পাড়ার বাশার মোল্যা ওরফে কানা বাশরের ছেলে তুহিন মোল্যা, রেলগেট পশ্চিম পাড়ার হাফিজুরের ছেলে ইয়াসিন, চাচড়া ইসমাইল কলোনীর মৃত শাহ আলম মৃধার ছেলে শাওন মৃধা ওরফে পটকে শাওন, বেজপাড়ার টিবি ক্লিনিক পাড়ার বাবু শেখ ওরফে কানা বাবুর ছেলে সুমন শেখ ওরফে ট্যাটু সুমন ও পুলেরহাট মন্ডলগাতির জনৈক স্বপনের বাড়ির ভাড়াটিয় আব্দুল কুদ্দুসের ছেলে ইবাদুল। মামলার অভিযোগে জানা গেছে, ৮ মার্চ রাতে রেলগেট পশ্চিমপাড়ার ৩২ মামলার আসামি রমজান কলাবাগান এলাকায় শ^শুর বাড়ির সামনে পৌছালে মোটরসাইকেলের গতিরোধ করে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত রমজানের মা রেখা খাতুন পরদিন ১৩ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ হত্যার ঘটনায় জড়িত ওই ৫ জনকে পুলিশ আটক ও আদালতে আলাদা আবেদনের মাধ্যমে ৫ দিন করে রিমান্ড চান তদন্তকারী কর্মতর্কা। গতকাল বৃহস্পতিবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়