১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে অস্ত্র মামলায় সন্ত্রাসী পিচ্চি রাজার রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
যশোরের একটি অস্ত্র মামলায় চিহ্নিত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার তিন দিনের রিমান্ড করেছে আদালত। রোববার জুসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহেম্মদ আসামিদের রিমান্ড আবেদনের শুননি শেষে এ আদেশ দিয়েছেন। পিচ্চি রাজা শহরের রেলগেট কলাবাগা পাড়ার মজিবর ওরফে জাহাঙ্গীরের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, গত ১১ মার্চ যশোরের র‌্যাব পিচ্চি রাজাকে আটক করে। আটক পিচ্চি রাজার স্বীকারোক্তিতে শহরের চোরমারা দিঘীর একটি পতিত জমির কচু ক্ষেতের ভিতর থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড গুলি, একটি টিপ চাকু, তিনটি কুড়াল, একটি ছোরা ও দা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি শহিদুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে কোতয়ালি থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামালা হোসেন আসামি পিচ্চি রাজার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে এবদন করেন। গতকাল রোববার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়