১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

এবার রাজনীতিতে নেহা

প্রতিদিনের ডেস্ক
গ্ল্যামার দুনিয়ার তারকাদের রাজনীতিতে আসা নতুন ঘটনা নয়। এবার এই তালিকায় যোগ হলেন বলিউড অভিনেত্রী নেহা শর্মা। বিহার থেকে লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন নেহা, এমনই জল্পনা তুঙ্গে। অভিনেত্রীর বাবার মন্তব্যেই এই জল্পনার সূত্রপাত। বিহারের মেয়ে নেহা ফ্যাশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন। পরে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। নেহার বাবা অজয় শর্মা বিহারের কংগ্রেস নেতা, আবার ভাগলপুরের বিধায়ক। সমপ্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অজয় শর্মা বলেন, ভাগলপুরকে একটা শক্ত ঘাঁটি হিসেবে কংগ্রেসের বিবেচনা করা উচিত, যখন আসন সমঝোতা নিয়ে কথাবার্তা চলছে। যদি আমরা এই আসন পাই তাহলে দলই ঠিক করবে কাকে প্রার্থী করা হবে। তবে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে বলবো, হয় আমি লড়বো না হলে আমার মেয়ে নেহা শর্মা এই আসন থেকে প্রার্থী হতে পারে।
নেহা রাজনীতির জন্য এরইমধ্যে প্রস্তুত। তেলুগু সুপারস্টার রামচরণের বিপরীতে গ্ল্যামার দুনিয়ায় ক্যারিয়ার শুরু করেছিলেন নেহা। বলিউডে নেহার সফর শুরু হয় ইমরান হাশমি অভিনীত ‘ক্রুক’ সিনেমার মাধ্যমে। এর পর ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘তুম বিন ২’, ‘মুবারকান’, ‘তানহাজি’র মতো সিনেমায় অভিনয় করেছেন নেহা। গত বছর নওয়াজ উদ্দিন সিদ্দিকীর ‘জোগিরা সারা রা রা’ সিনেমায় দেখা গিয়েছে নেহাকে। কিন্তু এর পর আর অভিনেত্রীর ঝুলিতে তেমন কোনো সিনেমা দেখা যাচ্ছে না। সে কারণেই কি এবার রাজনীতির ময়দানে নামছেন বলিউড সুন্দরী- উঠেছে এমন প্রশ্ন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়