প্রতিদিনের ডেস্ক
একটা সময় ঋষভ ও উর্বশীর সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। যদিও তারপর বিস্তর কাদা ছোড়াছুড়িও চলে দু’পক্ষের মধ্যে। এর মাঝে বেশ কয়েকবার উর্বশীর মুখে ফের ঋষভের নাম শোনা গেল। এমন কি, এই ক্রিকেট তারকা হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিনেত্রীর মা নাকি দেখতেও যান ঋষভকে! এবার এক অনুরাগী নায়িকাকে অনুরোধ করেন ঋষভকে বিয়ে করার জন্য। ভক্তের এমন আবদারে উর্বশী এড়িয়ে গিয়ে বলেন, এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাই না।

