প্রতিদিনের ডেস্ক
স্কুল বা যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে না যাওয়া ধূমপানের মতোই ক্ষতিকর। এমনটাই প্রকাশ পেল আন্তর্জাতিক গবেষণা জার্নাল ‘দ্য ল্যানসেট পাবলিক হেলথে’।+ গবেষণাটির তথ্য উন্নত দেশসমূহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ উন্নয়নশীল দেশ চীন ও ব্রাজিল থেকে নেওয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ান। গবেষণায় আরও দেখা গিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে কাটানো প্রতিটি বছর আমাদের আয়ু বাড়াতে সাহায্য করে। পর্যালোচনায় উঠে আসে, পূর্ণকালীন শিক্ষায় একজন প্রাপ্তবয়স্কের মৃত্যুঝুঁকি ২ শতাংশ কমে যায়। এমনকি যারা প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা সমাপ্ত করে তাদের মৃত্যুঝুঁকি ৩৪ শতাংশ কম হয়ে থাকে। অন্যদিকে যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাদের স্বাস্থ্যের পরিণতি প্রতিদিন পাঁচ বা তার বেশিবার অ্যালকোহল খাওয়া এবং এক দশক ধরে প্রতিদিন ১০টি সিগারেট খাওয়ার সমতুল্য।

