আশাশুনিতে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের একিভুত শিক্ষা বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত

0
6

জগদীশ সানা, আশাশুনি
আশাশুনিতে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের একিভুত শিক্ষা বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আইডিয়ালের আয়োজনে ও লিলিয়েন ফন্ডস এর অর্থায়নে এডভোকেসী সভায় সভাপতিত্ব করেন আইডিয়ালের পরিচালক ডাঃ নজরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রকিব, আবু সেলিম, মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, সেক্রেটারী এসকে হাসান, আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, আশাশুনি আলিয়া মাদরাসার সুপার ড. আবুল হাসান, প্রাথমিক প্রধান শিক্ষক শরিফা খাতুন, শাকিলা খানম, সীমা রানী মল্লিক, সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া প্রমুখ। সভায় আইডিয়ালের কর্মকর্তা সুব্রত বিশ^াস মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্প উপস্থাপন করেন। সভায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোচিং ফি প্রদান, উপকরণ বিতরণ, বিনা মূল্যে লোন প্রদান এবং ফিজিও থেরাপীর ব্যবস্থা, বিভিন্ন গ্রুপ গঠন, এছাড়া আয় বৃদ্ধিমূলক তহবিল সংগ্রহ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।