প্রতিদিনের ডেস্ক
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে অ্যাভাটার তৈরির সুবিধা দেয়া হচ্ছে। ফেসবুক, মেসেঞ্জারের পর স্ন্যাপচ্যাটেও এ ফিচার চালু হয়েছে। সম্প্রতি এতে নতুন সুবিধা যুক্ত করেছে প্লাটফর্মটি। ফলে ব্যবহারকারীদের পোষা প্রাণীকেও অ্যাভাটারে পরিণত করা যাবে। খবর গিজমোচায়না।
অ্যাভাটারের নতুন এ ফিচার ব্যবহারের জন্য পোষা প্রাণীর ছবি তুলতে হবে। এরপর এআই কয়েকটি ভিন্ন কার্টুনের অ্যাভাটার তৈরি করবে। যদি বিটমোজিতে কাস্টমাইজ করা অ্যাভাটার না থাকে তাহলে এআই ব্যবহারকারীর পোষা প্রাণীর একটা ছবি সংগ্রহ করবে। পরবর্তী সময়ে তাদের স্ন্যাপ মানচিত্রের মাধ্যমে পোষা প্রাণীর একটি ভার্চুয়াল টুইন তৈরি হবে।
২০২২ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালু হওয়ার পর থেকে স্ন্যাপচ্যাট এর সাবস্ক্রিপশন পরিষেবায় বিভিন্ন সুবিধা দেয়ার চেষ্টা করে আসছে। যার মধ্যে রয়েছে মাইএআই অ্যাসিস্ট্যান্ট, ক্রিয়েটিভ ক্যামেরা ফিল্টার্স ও এআই জেনারেটেড স্ন্যাপ। অনেকগুলো প্রতিষ্ঠান সাবস্ক্রিপশন ছাড়াই এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের সুবিধা দিয়ে থাকে।
নতুন অ্যাভাটার ফিচার ছাড়াও স্ন্যাপচ্যাট অ্যাপটি কিছু আপডেট নিয়ে আসছে। একটি নতুন টেমপ্লেট ফিচার যুক্ত করেছে অ্যাপটি। যার মাধ্যমে ভিডিও ক্লিপ এডিট করা আরো সহজ হবে। এছাড়া ব্যবহারকারী এখন দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবে। ইন-অ্যাপ ক্যাপচারগুলো তিন মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারবে এবং আপলোড করা ভিডিওগুলো পাঁচ মিনিটের মতো দীর্ঘ হতে পারবে।

