২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

নেভিগেশন বারে হোয়াটসঅ্যাপের নতুন আপডেট

প্রতিদিনের ডেস্ক
অ্যান্ড্রয়েড ফোনের জন্য নতুন আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের নেভিগেশন বারের স্থান পরিবর্তন করা হয়েছে। এখন থেকে নেভিগেশন বারটি ব্যবহারের সুবিধার্থে স্ক্রিনের নিচে থাকবে। এক্সের দেয়া এক পোস্টের মাধ্যমে এ পরিবর্তনের ঘোষণা দিয়েছে মেসেজিং প্লাটফর্মটি। খবর গিজমোচায়না।
নতুন ডিজাইনের নেভিগেশন বারে কমিউনিটি, চ্যাট, আপডেট ও কল এ চার ট্যাব যুক্ত করেছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। সহজে চেনার জন্য প্রতিটি ট্যাবে আলাদা আইকন দেয়া হয়েছে। যেখানে আগে শুধু কমিউনিটি ট্যাবে একটি আইকন ছিল। এরই সঙ্গে নেভিগেশন বারের রং সবুজ থেকে এখন সাদায় বদলানো হয়েছে।নিচে নেভিগেশন বারটি স্থানান্তর করার ফলে যেকোনো ট্যাবে অ্যাকসেস এখন ব্যবহারকারীদের জন্য আরো সহজ হবে বলে দাবি প্লাটফর্মটির। ব্যবহারকারীরা বিভিন্ন ট্যাবগুলোর মধ্যে ট্যাপ বা সোয়াইপের মাধ্যমে নেভিগেট করতে পারবে।
নতুন আপডেটটি প্রাথমিকভাবে ভারতে আনা হয়। বর্তমানে পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য ব্যবহারকারীর জন্য এটি চালু করা হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়