১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না স্টোকস

প্রতিদিনের ডেস্ক
আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে তাকে দলে না রাখার জন্য ম্যানেজমেন্টকে অনুরোধ জানিয়েছেন তিনি। ২০২২ সালে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন স্টোকস। পাকিস্তানের বিপক্ষে সেই ফাইনালে একমাত্র ফিফটি হাঁকান তিনি। অথচ সেই শিরোপা ধরে রাখাই লড়াইয়ে দলে থাকছেন না স্টোকস। মঙ্গলবার স্টোকসের হয়ে একটি বিবৃতি প্রকাশ করে ইসিবি। সেখানেই আগামী বিশ্বকাপ থেকে সরে যাওয়ার বিষয়টি জানান তিনি। মূলত, হাঁটুর চোট কাটিয়ে উঠতে না পারায় বিশ্বকাপ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন স্টোকস। বিবৃতিতে বলা হয়, ‘আমি কঠোর পরিশ্রম করছি এবং ক্রিকেটের সব ফরম্যাটে একজন অলরাউন্ডার হিসাবে পরিপূর্ণ ভূমিকা পালন করার জন্য আমার বোলিং ফিটনেস ফিরিয়ে আায় মনোনিবেশ করছি।’ স্টোকস আরও বলেন, ‘আইপিএল এবং বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া আশা করি আমার জন্য একটি আত্মত্যাগ বলে বিবেচিত হবে। যা আমাকে এমন একজন অলরাউন্ডার বানাবে, যা আমি অদূর ভবিষ্যতে হতে চাই৷’ গেল ২০২৩ সালের আইপিএলে হাঁটুর ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান স্টোকস। এরপর অবসর ভাঙিয়ে তাকে ওয়ানডে বিশ্বকাপে ফেরায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়