২৫শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৯ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

ঝিকরগাছায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জখম মেজবাউর রহমান (৩৫) মারা গেছেন। তিনি ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁন্দা গ্রামের শামসুর রহমানের ছেলে। সোমবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। আহতের ভাই ইয়াছিন জানান, তার বড় ভাই উপজেলার চাঁন্দা গ্রামের একটি বাওড়ে মাছ চাষ করেন। দীর্ঘদিন ধরে ওই বাওড়টি দখলের চেষ্টা করছিলো একই এলাকার রফিকুল ইসলাম রফিক গং। গত ১৯ ফেব্রুয়ারি তার ভাই মেজবাউর রহমান কায়েমখোলা মোড়ে দাড়িয়ে ছিলেন। এ সময় রফিকুলের নেতৃত্বে বাবু, মিলন, সব্বত, রাসেলসহ অজ্ঞাত ৭/৮ জন তার উপর হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় তার অপর ভাই শামছুর রহমান ও ইয়াছিন বাধা দিতে গেলে হামলাকারীরা তাকেও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে ৬ দিন চিকিৎসা নিয়ে তারা বাড়িতে ফিরে যান। সোমবার বিকালে মেজবাউর রহমান ফের অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের ডাক্তার সাইফুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়