২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মোল্লাহাটে মৎস্য ঘের থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে মৎস্য ঘের থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার (০৬ এপ্রিল) সকাল ১০টায় মোল্লাহাট উপজেলার চরকান্তি এলাকার একটি মৎস্য ঘের থেকে মধ্য বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানতে ও হত্যার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা ওই মরদেহের পড়নে লাল রংয়ের জামা ও নিল রংয়ের স্যালোয়ার পড়া ছিলেন। মরদেহের পরিচয় জানতে তদন্ত শুরু করা হয়েছে। এটা হত্যা কিনা সে বিষয়েও অনুসন্ধ্যান চালানো হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানাযাবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়