৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

যশোরে বেতনা এক্সপ্রেস ট্রেনের মধ্যে ফেনসিডিলসহ আটক দুই কারবারি

নিজস্ব প্রতিবেদক
যশোরে ট্রেন থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই যাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। গত ৫ এপ্রিল বেনাপোল-খুলনাগামি বেতনা এক্সপ্রেসে এই ঘটনার পরে পুলিশ খুলনা জিআরপি থানায় মামলা করেছেন। আটককৃতরা হলো, বেনাপোলের গয়ড়া গ্রামের ইব্রাহিম খলিল মোড়লের ছেলে হাসান আলী ও আলী হোসেনের ছেলে লিটন হোসেন। খুলনা রেলওয়ের গোয়েন্দা শাখার এএসআই ইউসুফ আলী মামলায় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল থেকে খুলনাগামি বেতনা এক্সপ্রেস ট্রেনে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় নাভারণ রেলওয়ে স্টেশন পার হওয়ার পরে চলন্ত ওই ট্রেনে অভিযানকালে ওই দুইজনকে আটক করা হয়। তাদের কাছে থাকা দুইটি স্কুল ব্যাগের মধ্যে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় খুলনা রেলওয়ে থানায় মামলা দিয়ে ৬ এপ্রিল আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়