প্রতিদিনের ডেস্ক
ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে একগুচ্ছ সিনেমা। এর মধ্যে অন্যতম জাজ মাল্টিমিডিয়ার ‘মোনা: জ্বীন-টু’। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে মুক্তির জন্য ছাড়পত্রও পেয়েছে সিনেমাটি। এবার প্রকাশ্যে এলো ‘মোনা: জ্বীন টু’ সিনেমার ট্রেলার। শুক্রবার জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে ‘মোনা: জ্বীন-টু’র ট্রেলারটি প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা রয়েছে- ‘মোনা: জ্বীন-টু’র ট্রেলার ক্লিপ। সবাইকে একা হেড ফোন লাগিয়ে ট্রেলার দেখার অনুরোধ রইলো (যদি সম্ভব হয়)।