নলডাঙ্গা প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় জানালার গ্রীল কেটে হাবিব ফার্মেসী নামে একটি ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই ঔষধ দোকান থেকে নগদ প্রায় দেড় লাখ টাকা সহ ঔষধ নিয়ে যায়। শনিবার (৬ এপ্রিল) রাত্রী তারাবির নামাজের সময় এ চুরির ঘটনা ঘটে। ফার্মেসীর মালিক মোঃ মিজানুর রহমান মাহাবুল জানান, শনিবার রাত ৮ টার দিকে তারা প্রতিদিনের মত দোকান বন্ধ করে তারাবির নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যায়। পরে মসজিদ থেকে নামাজ পড়ে এসে দোকান খুলে দেখতে পান দোকান ঘরের জানালার গ্রিল কাটা এবং ক্যাশ ড্রয়ার ভাঙ্গা অবস্থায় রয়েছে। তিনি আরো বলেন, গত বছর আমার ডিসকভার মোটরবাইক ১২৫ সিসি চুরি হয়ে যায় নলডাঙ্গা বাজার থেকে আজ ও পুলিশ উদ্ধার করতে পারেনি । এবার চোরেরা দোকানে থাকা প্রায় নগদ এক লাখ ৫০ হাজার টাকা ও ওষুধ নিয়ে গেছে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজামান জানান, চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় মৌখিক অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।